অপেক্ষা শেষ
আমি ভূমিষ্ঠ হলাম ।
আমার সম্মুখে লম্বা লাইন ,
অগ্রজরা ঝুঁকে পড়ে গোলাপ শুঁকছে ।
নাক সিটকে বলছে , 'ছি ছি, কি দুর্গন্ধ।'
'যা তুই শুঁকে আয়'।
আমায় এগিয়ে দিল আগের জন ।
আমি গোলাপের ঘ্রান নিলাম ,
সারা গা গুলিয়ে উঠলো ,
পোড়া চামড়া আর পচা মাংসের গন্ধে মাখামাখি গোলাপের শরীর ।
তাই সমবেত সিদ্ধান্ত হল
আমার মায়ের লাশ এখানেই পড়ে থাকবে ,
ভালো গন্ধওয়ালা গোলাপ না পেলে শ্মশানে নিয়ে যাওয়া হবে না ।
আমি জলভরা চোখে দেখলাম -
আমরা যা শুঁকছি তা আসলে গোলাপ নয়
মায়েরই পচা মাংস, পোড়া চামড়া ।
লাশটি পড়ে আছে অনেক দিন ধরে ।
আমার পেছনে এসে দাঁড়িয়েছে আরও একজন ,
আমি তাকে ঠেলে দিয়ে বলেছি 'যা শুঁকে আয়।
ভালো গোলাপ না পেলে বডি শ্মশানে নিয়ে যাব না।'