সিংহাসনে বসার আগে সূচ বিঁধেছে রাজকুমারের বুকে
সে চিৎকার করেছে 'আঃ'
কেউ এগিয়ে আসে নি ।
সাম্রাজ্যের ভগ্নস্তূপ জ্বর দিয়ে গেছে তার কপালে
সে চিৎকার করেছে 'আঃ'
কেউ শুনতে পায় নি ।
আজ রাজকুমার সিংহাসন ছেড়ে পথে নেমেছে
দেহের অলংকার ফেলে দিয়েছে নদীতে
রাজ বস্ত্র ছিঁড়ে টুকরো টুকরো ।
পথের কাঁটায় পা কেটে গেছে
কুমার বলেছে 'আঃ'
ছুটে এসেছে সহস্র প্রজা
কাঁধে কাঁধ মিলিয়ে তারা কুমার কে নিয়ে গেছে অভীষ্ট লক্ষ্যের দিকে ।
বলেছে, "এতদিন আমরা আপনার চিৎকার শুনতে পাই নি ।"
রাজকুমার বলেছে 'আমাকে তুই বলিস, আপনি নয়,
আপনি বড় দূরের সম্বোধন ।'
রাজ্যাভিষেকের পর রাজকুমার নতুন সিংহাসনে
প্রজারা যন্ত্রণায় কাতরে ডেকেছে 'রাজা কোথায় গেলি?'
রাজা চাদরে ঢেকেছে মুখ
আরামের ধ্বনি বেরিয়ে এসেছে , 'আঃ'
ঢুলু ঢুলু চোখে বলেছে "দেখ তো কোতোয়াল 'তুই' বলল কারা?
শালারা জানে না রাজাকে আপনি বলতে হয়।