খাওয়া দাওয়ায় অতি সতর্ক
তবু পেট মোটা
ভুঁড়ির জন্য সুযোগ পেলেই
গিন্নি দেয় খোঁটা
পেট কমাতে চেষ্টা করি
চলে দু'বেলা হাঁটা
ঘর-দুয়োর ঝাড়ু দেই
হাতে নিয়ে ঝাঁটা
চাউল ডাউল কম কিনি
বেশি কিনি আটা
মাখন ননী না খেয়ে
ঘি খাই কয়েক ফোটা
ভাতের সাথে শাকসবজি
আর শশা লেবু মাল্টা
ছোট্ট মাছ বেশি খাই
যদিও অনেক কাঁটা
কমোড ছাড়া চলেইনা
অচল ঘটি-লোটা
পায়ের নখ কাটা কষ্ট
আর যৌনকেশ ছাঁটা