ভুল পথে অবিরত হেঁটেছি
পদেপদে অগণিত হোঁচট খেয়েছি
মরীচিকার পেছনে কখনো কখনো ছুটেছি
আলো ভেবে আলেয়াকে আপন করতে চেয়েছি
বেদনায় নীরবে কতোযে কেঁদেছি।
মনে মনে নানা রঙে কতো ছবি এঁকেছি
কল্পনার জগতে ভেসেছি
স্বপনের জাল বুনেছি
জীবনের অনাবিল সুখ খুঁজেছি
ভুল ভাবে সংসারে ঘানি টেনেছি
মূল্যবান সময় অপচয় করেছি।
ভুল শিক্ষা পেয়েছি
বিভিন্ন যাতনা সয়েছি
কতোযে অপমান ভুলেছি।
ভুল-ভাল নেতৃত্ব দেখেছি
বারে বারে ঠকেছি
আশাহত হয়েছি
নিজেকে সান্ত্বনা দিয়েছি।