দিনের আলোর ওয়াদা যতো
ভুলি রাতের বেলা
ভুলো মন নয় মোটেও
এটা ছলনারই খেলা
অসত্যের বেসাতি করতে
মনপ্রাণ উতলা
বিভ্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত যারা
অনুশোচনার পালা
সঙ্গ দেই সঙ্গী না হই
শুধুই রঙ্গলীলা
প্রলুব্ধ কিংবা আকৃষ্ট করতে
জানি ছলাকলা
প্রেমের জালে জড়িয়ে শেষে
ঝুলিয়ে দেই তালা
প্রতারণায় ব্যর্থ হলে
বাড়ে মনের জ্বালা
অর্থ উপার্জনে লজ্জা নাই
খেয়েও কানমলা
নৈতিকতার ধার ধারিনা
শুধুই ছুটে চলা
ধনসম্পত্তি একমাত্র লক্ষ্য
নেই অবহেলা।