তাপিত হৃদয় তবু বৃষ্টি কাম্য নয়
যদি মেঘমালা ঝড় হয়ে আসে
স্বপ্নের নীড় ভেঙে যায় প্রবল বাতাসে
ঝঞ্ঝা বিক্ষুব্ধ উত্তাল স্রোতে
তরী বেয়ে তীরে যেতে
দিকভ্রান্ত হয়ে ভাসে।
উষ্ণ আলিঙ্গনে উত্তপ্ত হতে
মন চায় সঙ্গী পেতে
উষ্ণতা যদি দাবানল হয়
তাইতো হৃদয়ে জাগে সংশয়
দগ্ধিত অন্তর অঙ্গার অবশেষে।
বড়ো ভয় বসন্ত বাতাসে
যদি মৌমাছি প্রেমিকের বেশে
প্রস্ফুটিত পুষ্পে বসে
সঞ্চিত মধু লুটে
অন্য ফুলে যায় ছুটে
আমাকে নিঃস্ব করে এক নিমেষে।