ভাস্কর্য নির্মাণে সৌকর্য
সৃষ্টির প্রতি বিশেষ দৃষ্টি
জাতীয় কৃষ্টি ও ঐতিহ্য ?
অত্যাধুনিক সভ্যতা
নগ্নতা নিয়ে মগ্নতা --
মানব-মানবীর নগ্ন মূর্তি
যত্রতত্র স্থাপনে ফুর্তি
মহান সংস্কৃতির অপরূপ কীর্তি।
উর্বশীর উন্নত অনাবৃত স্তন
উন্মুক্ত নিতম্ব শ্রোণি-জঘন
সরু-পুরু অনাবৃত ঊরু
নাভিকুণ্ডলে ভ্রূকুঞ্চন
মহৎ শিল্পকর্মের নিদর্শন।
শিশ্ন নিয়ে ভিন্ন প্রশ্ন
কৃষ্টি হিসেবে গণ্য
বিভিন্ন আকৃতির প্রতিকৃতি স্থাপন
ধর্মীয় মূল্যবোধের প্রত্যয়ে
কতো জনপদে ব্যত্যয়ী তাগিদে
ভক্তিভরে ললনার পার্বন।