ভালোবাসি সবুজের সমারোহে
পাখিদের কূজন
ভালোবাসি ফুলে ফুলে অগণিত
মৌমাছির গুঞ্জন
ভালোবাসি সৈকতের কোলাহল
সাগরের গর্জন
ভালোবাসি স্রোতস্বিনী নদীটির
কুলুকুলু কলতান
ভালোবাসি পালতোলা নাও
আর ভাটিয়ালি গান
ভালোবাসি শ্রাবণের বারিধারা
কিংবা বসন্তের আগমন
ভালোবাসি শীতকালে পিঠেপুলির
নানা আয়োজন।
তবে প্রেমময় দাম্পত্য জীবন
ভালোলাগা- ভালোবাসার অন্যতম উপাদান।