ভালোলাগা ক্রমান্বয়ে ভালোবাসা হয়
ভালোবাসার ব্যাপ্তি সীমাহীন নিশ্চয়
প্রেম কভু জীবনের সবকিছুই নয়
এটা কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়।
ভালোবাসা নয় শুধু প্রেমিকার তরে
ভালোবাসি আমি তারে
ভালো লাগে যারে
আপন করি তাকে আমি
ঠাঁই করে নেয় যে অন্তরে
নয় শুধু সৌন্দর্যের বিচারে
সুন্দর মন আর ভালো ব্যবহারে
অন্তরের মনিকোঠায় অম্লান চিরতরে।