বিশ্বের সঙ্গে
আমাদের বঙ্গে
বর্ণিল রঙে
পরিপাটি অঙ্গে
বিচিত্র ঢঙে
সমুদয় উপাঙ্গে
আবেগপ্রবণ রসময় রঙ্গে।
চড়ি বিহঙ্গে
সর্বোচ্চ শৃঙ্গে
উচ্ছ্বল উচ্ছ্বাস তুঙ্গে
সবেগে বহমান
স্বপ্নীল তরঙ্গে।
দৃষ্টিভঙ্গির তারতম্যে
কারো কারো অপাঙ্গে
অনলে ঘৃত আশাভঙ্গে।