সযত্নে লালন করি
ন্যূনতম মনুষ্যত্ব-মানবতা
কিংবা ন্যায় অন্যায় বোধ
সেইসাথে বিদ্যমান
জিঘাংসা আর দুর্দমনীয় ক্রোধ
সুযোগ পেলে নিতে পারি
চরম প্রতিশোধ।
সর্বতোভাবে প্রাধান্য দিয়ে
ব্যক্তিগত স্বার্থ
পরের তরে যৎকিঞ্চিৎ
তাতেই আমি কৃতার্থ
পারিপার্শ্বিক পরিস্থিতিতে
কেউ শত্রু কেউবা সতীর্থ
তবু সর্বক্ষেত্রে লক্ষ্যভেদে
সফলকাম এবং অব্যর্থ।