অনেক কথা যায়যে বলা
কিছু না ব'লে
কিছু ইংগিতে কিছু সংগীতে
কিছু দৈহিক ভঙ্গীতে,
চোখের চাহনিতে ভাষার প্রকাশ
নানাবিধ ছলে।
" ভালো থেকো "
------------
লুকিয়ে মনের বেদন
অনিচ্ছাসত্বেে সৌজন্য কথন।
" ভালোবাসিনা "
-----------
কভু নয় মনের কথা
অকৃত্রিম ভালোবাসা তবু কপটতা।
" থাক লাগবেনা "
--------------
চাহিদা বিদ্যমান -- তবু সৌজন্য প্রদর্শন
অথবা আকাঙ্ক্ষার রসঘন আবেদন।
" ঠিক আছে "
--------
দুঃখ ভারাক্রান্ত মন
তবু অনিচ্ছাকৃত সম্মতি জ্ঞাপন
লুকিয়ে অব্যক্ত ক্রন্দন।
" তোমার ইচ্ছা "
---------------
অন্তরে উচ্ছ্বাস
যথার্থই আগ্রহের বহিঃপ্রকাশ,
অথবা আবেদনমূলক সায়
তবে বিরাগভাজন নয়।
" যা ইচ্ছে করো "
------------
কপট অভিমান বা স্বভাবসুলভ সম্মতি
অথবা আগ্রহী অতি
কিংবা সলজ্জ অভিব্যক্তি।
" কিছু জানিনা "
------------
আবেগ প্রবণ -- অনুরাগ গোপন
হৃদয়ে সুপ্ত পিয়াসা
আদর প্রাপ্তির প্রত্যাশা।
" আমি তোমার কে "
--------------
অধিকার সুসংহত করা ও মর্যাদা প্রাপ্তি
ভালোবাসার স্বীকারোক্তি।
________