মহাকাশে অগণিত নক্ষত্রের মতো
প্রাজ্ঞ অভিজ্ঞ কতো
সাহিত্য অঙ্গনে স্বমহিমায়
উজ্জ্বল আলোকবর্তিকা
তারি মাঝে আমি এক
নিষ্প্রভ নগণ্য তারকা
নিজের অস্তিত্ব প্রকাশে
ঐকান্তিক নিরলস প্রয়াসে
কাব্যচর্চায় নিবেদিত হরষে
যদিও বিশাল গ্রন্থাগারে রক্ষিত
এক বিমলিন পুস্তিকা
লেখালেখিতে চেষ্টা থাকে
দেখে শুনে চতুর্দিকে
অভিজ্ঞতার আলোকে
সংগৃহীত তথ্য কণিকা
ভ্রুকুটিতে ভ্রুক্ষেপ করিনা
বাক্যবাণে বিধ্বস্ত হইনা
নাই উন্নাসিকতা অথবা অহমিকা
উদারচিত্তের অনুপ্রেরণা
সৃষ্টি করে উদ্দীপনা
দূর করে বিভীষিকা।