পরিবার-পরিজন আত্মীয়-স্বজন
দেশ-বিদেশে অবস্থান
তাই সারাক্ষণ অশান্ত মন
উদ্বেগ উৎকণ্ঠায় কাটে দিন।
সংবেদনশীল স্বতন্ত্র জাতি হিসেবে
নিতান্তই আবেগপ্রবণ
এজন্যে আমাদের মমত্ববোধ অতি
অন্তরের গভীরে সদা সুদৃঢ় অবস্থান
মহাদূর্যোগকালে সুস্পষ্ট প্রতীয়মান।
শাসন-বারণ মানেনা মন
অন্তরের অব্যক্ত ক্রন্দন রয়না গোপন
ঝঞ্ঝা বিক্ষুব্ধ হাওয়া বহে অনুক্ষণ
শঙ্কিত মনে দুর্বিষহ নিপীড়ন।
স্থবিরতায় পশ্চাৎপদ অবস্থা অপনোদন
ও দুর্ভাগ্যের আশু অবসান
আবশ্যিক দৃঢ়চিত্তে ক্রান্তিকাল অতিক্রমন
মানসিক শূন্যতা দূরীভূত
ও সর্বত্র গতিময়তা আনয়ন
পূর্ণতায় ভরে উঠুক হোক নিশাবসান
মহামারীর প্রেক্ষাপটে বৈশ্বিক পরিবর্তন
আনুকূল্য পায় যেন মানব কল্যাণ।