জনৈক সুকুমার-ভক্ত
হৃদয়ের কথা করতে ব্যক্ত
উলুবনে ছড়ায় মুক্তো
মাংস দিয়ে রাঁধে সুক্তো।
মনের ভাব করতে প্রকাশ
ব্যর্থ হয় অনেক প্রয়াস
প্রমিত যুতসই শব্দ
চয়ন করতে নিতুই জব্দ
সর্বোপরি জুজুর ভয়
তাইতো নিরুপায় অসহায়।
পাণ্ডিত্য জাহিরে উন্মুখ হয়
নৌকার মাঝিকে ডেকে কয়
"ওহে কর্ণধার, অতি সত্বর
তরণীটি তটে সংলগ্ন কর্"।
সাধু-চলিত্ সংমিশ্রণে
বিপর্যস্ত ক্ষণে ক্ষণে
গুরুচণ্ডালি দোষ যেমন
বর্ণনাটা হয় এমন
"তরণীটি উন্মত্ত তটিনীবক্ষে
প্রবল বেগে ধাবমান,
হঠাৎই ফছাৎ ক'রে ডুবিয়ে দিল"।