পুরুষের উপার্জন
মেয়েদের জন্ম সন
রাখা উচিত অতি গোপন
আছে কিছু সঙ্গত কারণ
কমবয়সীরা বয়স কমান
বয়স্করা বয়স বাড়ান
তাতে বৃদ্ধি মান-সম্মান।
হরেক রকম মানুষের
কতো রকম ভেক
কারো ফেসবুকে আইডি ফেক
কেউ কেউ আবার করে হ্যাক
অপকর্মে বিশেষ ঝোঁক
খোঁজে ছিদ্র খোঁজে ফাঁক
এদের চাতুর্যে হতবাক।
বিশেষ সুবিধা নিতে হলে
নিয়ম-নীতি মেনে নয়
ঝুঁকি একটু বেশি নিলেই
সাফল্যের পথ সুগম হয়
কোনো কোনো কার্যক্রম
ভাগ্যের হাতে সঁপতে হয়
সময়ের বিবর্তনে নিয়ম-নীতি
পরিবর্তনও হয়।