অদৃষ্টের লিখন যদি
পেন্সিল দিয়ে হতো লেখা
ইরেজারে ঘষে
নতুনত্ব নিমেষে
নির্বিঘ্ন জীবন নিরবচ্ছিন্ন মধুমাখা
সিসিটিভি ক্যামেরা দিয়ে
নিয়তি যদি যেতো দেখা
পরিমার্জন বহুলাংশে
তমসাচ্ছন্ন আকাশে
স্থায়ীভাবে উজ্জ্বল আলোর শিখা
সবার অন্তর যদি
নিক্তি দিয়ে যেতো মাপাজোখা
হিংসা বিদ্বেষ নাশি
ভালোবাসা রাশি রাশি
দীপ্যমান মানবতার সমুজ্জ্বল শিখা।