কিলিয়ে নাকি কাঁঠাল পাকে
তেল হাতে খায় চালাকে
সাবাড় করে এক পলকে।
জোঁকের রক্ত খায়না জোঁকে
কাকের মাংস খায় না কাকে
রাজহাঁস কভু রয়না পাঁকে
মেঘের আশায় চাতক থাকে।
কৃত্রিম হাসি হাসে গরিব
যতোই থাকুক রোগে শোকে
বোকা বর্বর বলে যাকে
তার মাথায় নাকি গোবর থাকে
অথচ জমিতে দিলে গোবর
মাটি হয় অধিক উর্বর
ভালো ফসল ফলায় লোকে।