উদ্দেশ্য যদি মহৎ হয়
পন্থা হীন হওয়া দোষণীয় নয়
অনেক বিজ্ঞজন এমন কথাও কয়।
দান-ধ্যানেও ভিডিয়ো
নানান ভঙ্গির ছবি
কারো কারো ম্যানিয়া
কারো কাছে হবি
বিজ্ঞ-অভিজ্ঞের অভিমত
এটা নাকি যুগের দাবী।
কিলিয়ে নাকি কাঁঠাল পাকে
কাকের মাংস খায়না কাকে
বোকা বর্বর বলে যাকে
তার মাথায় নাকি গোবর থাকে
অথচ জমিতে দিলে গোবর
মাটি হয় বেশি উর্বর।
বুদ্ধিমান সুযোগ পায়
বোকা লোকের ধোঁকা দেয়
ন্যাকা-ঠেকা ছ্যাঁকা খায়
আমজনতা অসহায়।