নাগরিকের মৌলিক অধিকার
যদি হয় নিশ্চিত
দেশাত্মবোধ-দেশপ্রেম হবে জাগ্রত
দেশ দিবে যতো
ফেরত পাবে ততো
দেশ-দশ উভয়েই হবে উপকৃত।
বিপুল জনগোষ্ঠী সম্ভবতঃ
যথাযোগ্য সুবিধা-বঞ্চিত
তাই দেশ থেকে প্রতিনিয়ত
মেধা পাচার হচ্ছে অবিরত।
আবার অনেকেই
অনৈতিক সুবিধা পেতে আগ্রহান্বিত
কিংবা ধংসাত্মক পথে ধাবিত
কেউবা অর্থ পাচারে লিপ্ত
কেউ কেউ ভিন্ন ভিন্ন দেশে
স্থায়ীভাবে বসবাসে উদ্যত।
যতোসব আগ্রাসন
একদিন হবে অবসান
না হয়ে সন্দিহান
আশাবাদী মনোভাব করছি পোষন।