ছহি বড় ইলেকশননামা(ছন্দ পয়ার)
পতি দেব ---
দৌলত কামাই হইল দুনিয়াতে বেশ,
ইলেকশনে দাঁড়াইব আখেরি খায়েশ।
সতী পত্নী ---
দয়া করো পীর বাবা খোদার কসম
নমিনেশন পায় যেন পেয়ারা খসম।
মোর পতি মহৎ অতি
ফুলের মতো পবিত্র
কোনোরকম খুঁত নাই কলঙ্কহীন চরিত্র।
বেশুমার অর্থ আর ছালাম ও কুর্নিশ
চাটুকার-মোসাহেব রবে অহর্নিশ
সুনিশ্চিত হবে মোর আরাম-আয়েশ।
কাঁচাপাকা কোনো ধানে কেউ দেবেনা মই
অস্ত্রশস্ত্রের বদলে খাতা কলম বই।
মদ জুয়া বন্ধ হবে জঙ্গি হবে দূর,
চুরি - ডাকাতি বন্ধ হবে
সুশৃঙ্খল জীবন পাবে
আনন্দে ভরপুর।
মৌলিক চাহিদা পূরণ হবে
উন্নয়নের ধারা বহাল রবে
দূর হবে হিংসা-বিদ্বেষ
সুখী রবে জনগণ ভালো হবে দেশ।