আত্মসুখ অন্বেষণ যদি
সামঞ্জস্যপূর্ণ হয়
অর্থাৎ উদ্দেশ্য যদি মহৎ হয়
সফলতা-ব্যর্থতা বিচার্য নয়
হয় তুমি জিতবে
নয় তুমি শিখবে
পরবর্তীতে যেকোনো উদ্যোগে
সফলকাম সুনিশ্চয়।
স্বপ্ন দেখি চক্ষু বুঁজে
চুমো দিতেও তাই
প্রার্থনাতেও একই ভাবে
চক্ষু বুঁজে চাই।
চাওয়া-পাওয়ার শেষ নাই
ন্যায়-নীতির নেইকো বালাই
চতুর্দিকেই হাত বাড়াই
অন্যতম লক্ষ্য একটাই
জনপ্রতিনিধিত্বের সুযোগ চাই।