বাঁকীতে পণ্য ক্রয় করা
নিঃসন্দেহে দূর্গতির আলিঙ্গন
প্রায় পণ্যই গুণে মানে
অবশ্যই অতি নিম্নমান
মাঝে মধ্যে থাকেনা এর
সঠিক ওজন
তদুপরি সর্বোচ্চ হয়
পণ্যদ্রব্যের মূল্য নির্ধারণ
কেনাকাটার ইচ্ছা জাগে
থাকলেও তুচ্ছ প্রয়োজন
পাওনাদারের সামনে সদা
ছোট হয় মন
সময়মতো পরিশোধে ব্যর্থতার দরুণ
কটুকথা শুনতে হয় যখন তখন।
সবার কাছে হেয় হয়
যদি থাকে দেনা
সহানুভূতির পরিবর্তে
প্রাপ্তি শুধু ঘৃণা।
অর্থ দিয়ে অনেক কিছুই
যেতে পারে কেনা
আর অর্থহীন হলে কিন্তু
মানুষ যায় চেনা।