আসল ঘরে মুষল নাই
ঢেঁকি ঘরে চাঁদোয়া
এই দেশে সহজলভ্য
উপদেশ আর ফতোয়া
সারা অঙ্গে ঘা যার
মলম লাগাই কোথা
মায়ের চেয়ে মাসীর দরদ
মুখেই শুধু ব্যথা
কর্ম হোক পূণ্যময়
জনম যথাতথা
অন্যায়ের কাছে কভু নত নয়
উঁচু রাখতে হবে মাথা
অনুষ্ঠানে যাবে বলে
ধরেছে ছুঁড়ি বায়না
আহ্লাদের আতিশয্যে তাই
বুকে কাপড় নেয়না
মেক আপ উঠবে বলে
তিন দিন ধরে নায়না
লিপস্টিক নেয়ার পর
চিবিয়ে কিছুই খায়না
এতো যত্নের সাজগোজ
সবাই কেন তাকায়না।