'তাল' শব্দের ব্যবহার
                        আছে সবার জানা
ব্যাপকভাবেই প্রচলনে
                         নেতিবাচক নমুনা
'তালপাতার সেপাই' আর
            'তালতামাশা' ও 'তালবাহানা'
'তালগোল পাকিয়ে ফেলা' আর
'তিলকে তাল করা'
                       অতি সাধারণ ঘটনা
'তালে তাল' দেওয়া এটাও বিশেষ ছলনা
কালো টাকায় কেনে কেউ
                          তাল তাল সোনা
    'তালপুকুরে' কভু নাকি ঘটি ডোবেনা
আরো আছে প্রচলিত
     'তালকাটা' 'তালজ্ঞান' সুরের সাধনা
দৃষ্টি শক্তি ভালো তবু
                    হতে পারে 'তালকানা'।

পক্ষান্তরে --
কচি তালের নরম শাঁস
    তালমিছরি,তালের রস,
        গুড়-পাটালি,পিঠে-পায়েস
            তালের বড়া মিটায় খায়েশ।

তালপাতার তৈরি পাখা
    তালগাছের খুঁটি- আড়া
              কিংবা  ডিঙি নৌকা গড়া
তাই এই গাছটা নানাভাবে
                    সবার কাছেই সেরা।