কর্মকর্তা /কর্মচারীদের ---
বেতনভাতা।
(চুক্তিভিত্তিক পারিশ্রমিক)
শ্রমিকের ---
মজুরি/ওভার টাইম/কমিশন।
বিবাহে -- যৌতুক / পণ
(প্রীতি উপহার,নিদর্শন শুভেচ্ছার)
বিচ্ছেদে --- খোরপোষ
( বাধ্যবাধকতা,আপোষকামিতা )
স্কুল/কলেজে -- ফি
(নানা বাহানায়, দফায় -দফায়)
অনুষ্ঠানে --- চাঁদা
(নাম কিনতে,সুবিধা পেতে)
আগ্রহী হয়ে,বাধ্য হয়ে
দরিদ্রের সহায়তা -- দান
( প্রাপ্ত ত্রাণ,অনুদান,ফটোসেশন )
যানবাহনে --- ভাড়া
( যখন যেমন-তখন তেমন )
ইচ্ছে /খুশি /মর্জিমাফিক
অফিসে --- সেলামী/উৎকোচ
(কার্যোদ্ধারে,বাধ্য করে)
চাকরির ক্ষেত্রে -- ঘুষ
(যেমন পদায়ন -তেমন নির্ধারণ)
আদালতে --- জরিমানা/অর্থদণ্ড
(ক্ষেত্রবিশেষে ভিন্নতা)
বিচারকভেদে অন্যকথা
সরকারের-- ভ্যাট/ট্যাক্স/ট্যারিফ
অপহরণে --- মুক্তিপণ
(অবস্থা বুঝে ব্যবস্থা,কখনোবা হেনস্থা)
বন্ধুবান্ধবকে ---
ধার/ঋণ/হাতখরচ/শুভেচ্ছা
অবসরে---
পেনশন/আনুতোষিক/ভাতা
হোটেল/রেস্টুরেন্টে ---
টিপ্ স / বখশিশ
পীরের দরবারে ---
নজরানা/মানত/হাদিয়া
তাবিজ কবজে ---
হাদিয়া / সম্মানী / খরচা