বয়োবৃদ্ধ পরিচিত জনৈক
তাবিজ বিক্রেতা
সংগোপনে জানতে চাইলাম
তাবিজের ক্ষমতা,
আছে ক্রেতা --
তাই মোর সামগ্রিক সফলতা।
বিজ্ঞোচিত জবাবে তার
বিস্ময়ে দূরীভূত ঘোর
বিস্তারিত বিবরণ তার --
সরল বিশ্বাস আর গভীর মনের জোর
রোগ নিরাময়ের ক্ষেত্রে
হতে পারে আংশিক কার্যকর।
সুষম খাবার আর স্বাস্থ্যবিধি
যথাযথ করলে পালন
রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি
নিরাময়ের অন্যতম কারণ।
নির্দিষ্ট সময় শেষে
কিছু কিছু জীবাণু এমনিতেই নাশে
তাই সবক্ষেত্রেই তাবিজ-কবজ
যায়না বিফলে
উপশম কিংবা নিরাময় কিছুই না হলে
অদৃষ্টরে দোষারোপ চিরকালই চলে।