প্রেম যতোই গভীর হোক
প্রকৃত কিংবা আন্তরিক
হয় যদিও মোহমুক্ত
তবু তার স্থায়িত্ব
নিতান্তই সীমিত
বিরল ভাগ্যবান পরিলক্ষিত
যাদের প্রেম হয় দীর্ঘায়িত।
তোমায় ছাড়া বাঁচবো না
এমন কথা বলবেনা
নিজের জীবনেরই নিশ্চয়তা নাই
কেমনে আমি তোমায় বাঁচাই
জীবনটাতো আমরা সবাই
এই পৃথিবীতে একবারই পাই।
স্ত্রীর প্রতি অনুরাগ
আনুগত্য কিংবা বশ্যতা
মাত্রাতিরিক্ত হলেই তা
স্ত্রৈণ আখ্যায়িত পতিদেবতা।
স্ত্রৈণ শব্দের বিপরীত
কোনো শব্দ বা লিঙ্গ অভিধানেই নাই
কারণ জগতে যে অসম্ভব তাই।