কবিতা সেতো --
হৃদয় ঘনিষ্ঠ অভিজ্ঞতা সম্পৃক্ত বচন
সুনিপুণ সুবিন্যস্ত পংক্তিমালা
         সংগীতের মূর্ছনা করি সিঞ্চন
আনন্দভুবন হয় বিরচন।

কবিতা লিখতে উদ্যত যখন--
কেনো যেনো হৃদয়ের গভীরে থাকা
               পুঞ্জীভূত অব্যক্ত ক্রন্দন
উচ্চকিত হয়ে ঝরে অবিরাম বরিষণ।

বিপর্যস্ত সমাজ ও
                অস্থির রাজনৈতিক অঙ্গন
প্রতিবাদ -প্রতিকারের ভাষায়
                বাস্তবোচিত অর্থবহ লিখন
দৃঢ়চেতা কিংবা সৎসাহসী নয়
                 আমার ভীতু অসহায় মন।