ভালোলাগা-ভালোবাসা হতে
অন্তরের টানে
কারণে অকারণে সংগোপনে
পরিণাম না ভেবে আপন মনে
ঠাঁই দিয়েছি হৃদয়ের কোণে।
জানি করবেনা স্মরণ বিনা প্রয়োজনে
সৌরভ ছড়াবেনা মম কুসুম কাননে
তবুও ভুলতে পারিনা
হয়তো ভুলবনা এ জীবনে।
উদ্দেশ্য মহৎ হলে
পন্থা হীন হওয়া নাকি
দোষের কিছু নয়
তবে উদ্দেশ্য মহৎ কিনা
নিশ্চিত হতে হয়
ভুল কভু মহা অন্যায় নয়
ভুল থেকে শিক্ষা নিলে
অতি উত্তম হয়।
স্মৃতিচারণ সবসময়ই সুখকর নয়
তবুও অতীতের অনেক স্মৃতি
ভাস্বর হয়ে রয়
মাঝে মধ্যে কিছু স্মৃতি
স্মরণ করতে হয়।
হর্ষ-বিমর্ষ সুখ-দুঃখ জোয়ার-ভাটার সমন্বয়
সৃষ্টির অমোঘ নিয়মেই জীবন এগিয়ে যায়।