স্বার্থের মোহে ব্যর্থতার আবহে
              দুর্বিষহ আত্মগ্লানির দহন
ব্যথিত চিত্তে, সময়ের আবর্তে
               চিন্তা চেতনার পরিবর্তন
সামর্থ্যের অভাব, সমর্থ ন‌ই তবু
                 করেছি পরার্থে সমর্পণ
নয় শুধু নিরর্থক, কিঞ্চিৎ সার্থক
              অবশেষে তৃপ্ত অশান্ত মন
সদা উপকৃতের স্বীকৃতি প্রাপ্তি
                  স্বীয় মনস্তাপ বিসর্জন।