আবহাওয়ার গতানুগতিক পরিবর্তন
প্রকৃতির বিধান
মানুষের আমূল পরিবর্তন
কীভাবে-কখন, যখন-তখন।
মানুষের আত্মসম্মান
ছায়া বা কায়া নয়
তবুও আঘাতে জর্জরিত হয়
অদৃশ্য মন।
মানুষের ভাগ্য
বন্ধু-সঙ্গী-আত্মীয় তো নয়
তবু কেনো কখনো কখনো
মুখ ফিরিয়ে নেয়।
আশীর্বাদ ও অভিশাপ
সংশ্লিষ্টের স্রষ্টা সমীপে নিবেদন
একপ্রকার অলিখিত আবেদন
যার নাই কোনো
চার্জশিট কিংবা অনুমোদন।