শিষ্টাচারে নিষ্ঠাবান বচন সুমিষ্ট
তাই ইষ্ট-জ্ঞানে করতে তুষ্ট
আমি অষ্টপ্রহর সচেষ্ট
নিষ্ঠার সাথে ভক্তি সুস্পষ্ট
তাই দেখে অনেকেই রুষ্ট।
কেষ্ট রূপে আরাধ্য ইষ্ট
আমি তার উচ্ছিষ্ট ভক্ষণেই সন্তুষ্ট
যদিও নয় তা যথেষ্ট
চেপে রেখে মনের কষ্ট
তবু আমি লক্ষ্যপূরণে কর্তব্যনিষ্ঠ।
অভীষ্ট লক্ষ্য তার সুস্পষ্ট
সামগ্রিক ভাবেই পরিপুষ্ট
নষ্ট রূপে নীতি ভ্রষ্ট
প্রতিষ্ঠা লাভে দেশ ও দশের অনিষ্ট।
আমজনতা বেদনাক্লিষ্ট
নিষ্ষ্পষণে অতিষ্ঠ বিতৃষ্ণা সৃষ্ট
বিকল্প অন্বেষণে ব্যর্থ
অন্তরে তাই নিদারুণ কষ্ট।