পুষ্পের সৌন্দর্য হেরি
হৃদয় আপ্লুত আবেশে
অন্তরের পূর্ণতা প্রাপ্তি সুরভিত সুবাসে।
আঁধারে বিলায় চাঁদ
স্নিগ্ধ মনোরম আলো
সবাই তাই তারে বাসে এত ভালো।
সূর্যালোকে উদ্ভাসিত
অপরূপ ধরিত্রী
প্রাণীকূল উপকৃত উষ্ণতা প্রাপ্তি।
মানুষের সুন্দর অবয়ব
সর্বদা করে আকৃষ্ট
অন্তরের সৌন্দর্য প্রকাশ করে
চারিত্রিক বৈশিষ্ট্য।