শিক্ষা ঘটায় সবক্ষেত্রেই সামগ্রিক বিকাশ
মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের
সর্বাত্মক সার্থক প্রয়াস।
প্রতিকূল পরিস্থিতি কিংবা
যে কোনো বিপর্যয়
মানসিক ও আচরণিক পরিবর্তন
পরিলক্ষিত হয়।
অতি আশা বা অনৈতিক প্রত্যাশা
অপূর্ণ বা অপ্রাপ্তিতে বিষাদময় হতাশা
সীমাহীন আত্মসুখ অন্বেষণ
অপ্রত্যাশিত বিপর্যয় বিলক্ষণ।
মহাপাপের প্রায়শ্চিত্ত অনুতাপেও হয়
পুনর্বার একই পাপে লিপ্ত হলে
কভু হবার নয়।
সততা স্বচ্ছতা সর্বদাই সত্য
অপপ্রচারে সাময়িক বিভ্রান্ত।
সমস্যা সমাধানে সবক্ষেত্রেই
বলপ্রয়োগ যথার্থ নয়
বুদ্ধি,প্রজ্ঞা ও কৌশল হতে পারে
সেক্ষেত্রে উত্তম উপায়।
কাউকে দুর্নাম কিংবা
হেয় প্রতিপন্ন করে নয়
যথাযোগ্য মর্যাদা দিলে
নিজেই গৌরবান্বিত হয়।