নদী পারাপারে নৌকায় আরোহী
জনৈক ব্যক্তি
আকস্মিক ঝড়ের কবলে পড়ে
দিশেহারা অতি
নিরুপায় হয়ে তাই
স্রষ্টাকে জানায় আকুতি
জোড়া পাঁঠা বলি দেব দিলে অব্যাহতি।
বাড়ি ফিরে আগ্রহী নয়
নিরুদ্বেগ পতি
স্ত্রী তাকে তাগিদ দেয়
মানতে প্রতিশ্রুতি
উচ্চকিত কণ্ঠে স্বামীর
দম্ভপূর্ণ উক্তি
স্রষ্টা মোরে দেখিয়েছিলেন
এমন ভয়ভীতি
তাই তারে দেখালাম
লোভ আর ভক্তি
নইলে কি দিতেন তিনি
বিপদ থেকে মুক্তি।