নারীর সৌন্দর্য চুলে
মুখে তিল টোল গালে
সুন্দর দাঁতে হাসি থাকলে
হার মানায় নিটোল গলে
শাড়ি সুন্দর আঁচলে
দেহ ভালো থাকে গোসলে
জমির সৌন্দর্য ফসলে
বাগান সুন্দর রঙিন ফুলে
অধিক উত্তম সৌরভ ছড়ালে
গাছপালা ভালো ফুলে-ফলে
পাকা ফল লালে
পাখি থাকলে ডালে ডালে
শাপলা-পদ্ম বিলে ঝিলে
তারার সৌন্দর্য রাত হলে।
দেহ মন সুস্থ থাকলে
আর বুভুক্ষুতা দূরীভূত হলে
নইলে সব উপভোগ্য বিফলে।