সত্য বলায়
          ব্যক্তিত্ব লাগে
হৃদয়ে প্রশান্তি জাগে
     অবলীলাক্রমে বলা যায়
            কাহিনী কিংবা ঘটনায়
পূর্বাপর এক‌ই হয়
          ব্যতিক্রম বা পার্থক্য নয়
সততা-স্বচ্ছতা প্রকাশ পায়
     আদর্শবান হিসেবে গণ্য হয়।

মিথ্যা বলায়
      কথামালা সাজাতে হয়
সর্বোপরি মুখস্থ রাখতে হয়
       তবুও অসংগতি থেকে যায়
প্রয়োজন হয় অভিনয়
বলতে বলতে অভ্যস্ত হয়
      একসময় দক্ষতা অর্জিত হয়
অনর্গল বলা যায়
             জনমনের আস্থা হারায়
ব্যক্তিত্ব লোপ পায়
                 মনুষ্যত্বের বিপর্যয়।