ভেবেছি---
পাহাড়ের গায়ে অশ্রু লুকোলে
বেদনার ভার লাঘব হবে,
অবিরল ঝরনাধারার সনে মিশে
সবেগে নিপতিত হয়ে সর্বত্র ছড়াবে
হৃদয়ের জ্বালা যতো নিমেষেই জুড়াবে।
সুনীল আকাশে কান্না ছড়ালে
উত্তাল পবনে ভাসমান রবে,
মেঘমালা হয়ে অঝোর ধারায়
বৃষ্টি হয়ে ধরাপৃষ্ঠে বর্ষিত হলে
সহজেই অন্তর্গ্লানি স্তিমিত হবে।
অথৈ সাগরের নোনাজলে
অশ্রু একাকার হয়ে যবে
সৈকতে আছড়ে পড়বে
সঞ্চিত ব্যথিত বেদন দূরীভূত হবে।
ঘন কুয়াশার আড়ালে
জলীয় বাষ্পের মতো
ক্রন্দন হারিয়ে যাবে,
লতা-গুল্ম পুষ্প-পত্রে
দূর্বাঘাসের ডগায় ডগায়
শিশির-বিন্দু মুক্তোমালার ন্যায়
দৃশ্যমান হবে
জীবনের রাশি রাশি হাসি আনন্দ
উদ্ভাসিত হয়ে অমলিন রবে।