নশ্বর ধরাধামে
অমোঘ নিয়মে
ধারাবাহিকতা রক্ষায়
সতত বহমান সময়
অন্ধ ও বধির সম
খুঁজে ফিরি মম
উদ্দেশ্য ও অভিপ্রায়
জীবনেরই আঙিনায়।
দিনে রাতে সুখী হতে
ব্যাপক আয়োজন
কতো সুরে কতো গান
কতো স্বপ্ন মান-অভিমান
কাঙ্ক্ষিত লক্ষ্য তবু হয়না পূরণ
তবে সারাটা জীবনে
মানুষের জন্যে
মানুষেরই প্রয়োজন।