সম্প্রতি কেন যেন প্রতীয়মান হয়
কোনো কিছু নেই সুবিন্যস্ত
ঝড়ের পূর্বাভাস এলোমেলো বিপর্যস্ত
সময়ের পূর্বেই দৃশ্যতঃ সূর্যের অস্ত।
আমরা অনেকেই হয়তো ভালো নেই
কোনো না কোনোভাবে অসুস্থ
কেউবা আবার আতঙ্কগ্রস্থ
অথবা ভীতসন্ত্রস্ত
কেউ কেউ নানাভাবে বেশি বেশি ব্যস্ত
তাই আমি স্রষ্টা সমীপে ভাগ্য করেছি ন্যস্ত।