ঝিল্মিল রোদ হাসে
ঝলমলে দুপুরে
ঝিক্ঝিক ট্রেন চলে
ঝকঝকে সুরে
তর্তর সিঁড়ি বেয়ে
তারাতারি চড়ে
তক্তকে সিটে বসে
তাকাতাকি করে
জানালার ফাঁকেফাঁকে
উঁকিঝুঁকি মারে
চক্চকে আলো এসে
চিকচিক করে
শন্শন বায়ু বয়
শিনশিন শরীরে
ফিক্ফিক হাসে খুকী
ফকফকে অধরে
বক্বক শুনে বাবা
বকাবকি করে।