গ্রাম বাংলার রূপ মনোহর
স্নিগ্ধ মনোমুগ্ধকর
কলকাকলীতে মুখরিত
আবেগ উচ্ছ্বাসে উদ্বেলিত
তনুমন পুলকিত শিহরিত
পারস্পরিক সৌহার্দ্যে বিগলিত
অগণিত স্মৃতি বিজড়িত
মনকাড়া মায়াঘেরা
হৃদয়হরা পাগলকরা।
দূষণমুক্ত পরিবেশ হেথা
জীবন সায়াহ্নে এসে
মন নাহি যেতে চায় অন্য কোথা।