"ত"বর্গের বর্ণগুলোর সাথে"ন"বর্ণটি সংযুক্ত হয়।
"ট"বর্গের সাথে সাধারণত"ণ"বর্ণ সংযুক্ত হলেও
অনেক সময়"ন"বর্ণের মিলনও ঘটে।
(ড বর্ণের সাথে ণ ও ন এর সংযুক্ত কিছু শব্দ)
বিশ্বব্রহ্মাণ্ডে কতো ভণ্ড পাষণ্ড
যাদের প্রচণ্ড ঘৃণ্য কর্মকাণ্ড
তাদের দ্বারা জনজীবন
বিপর্যস্ত লন্ড-ভন্ড
দোর্দণ্ড প্রতাপে করায়ত্ত যাদের
রাজদণ্ড, তুলাদণ্ড, ন্যায়দণ্ড
তারাই দেশ-দশের ভান্ডারী
অথচ অর্থসম্ভারে পরিপূর্ণ
নিজ নিজ ভাণ্ড
গুন্ডা-পান্ডা, ষন্ডা-গন্ডা পরিবেষ্টিত
একহাতে শান্তির ঝান্ডা
অন্য হাতে থাকে ডান্ডা
আমজনতার মেরুদণ্ড
হয় খন্ড-বিখন্ড
কখনো বা হৃৎপিণ্ড ঠান্ডা।