নেশা-পেশায় সাংবাদিক --
প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক
যাই হোক -- অকুতোভয় নির্ভীক
সততা স্বচ্ছতার প্রতীক
আপামর জনতার পথ প্রদর্শক
সঠিক দিক নির্দেশক।
অথবা ---
সত্য প্রকাশে আপোষকামিতা
উদ্দেশ্য-প্রণোদিত দ্বিচারিতা
ভ্রূকুটি বা রক্তচক্ষুর ভীতি
প্রলোভন বা প্রণোদনার প্রতি
বিশেষ আসক্তি।
কিংবা --
কিংকর্তব্যবিমূঢ় বা পক্ষপাত-দোষে দুষ্ট
পরিবেশ-পরিস্থিতি-পারিপার্শ্বিকতা সৃষ্ট
মেরুদণ্ডহীন লুপ্ত মানসিক দৃঢ়তা
সত্য প্রকাশে অপারগতা
হীনমন্যতা ঘৃণ্য মানসিকতা
জাতির সাথে বিশ্বাসঘাতকতা
নিজ বিবেকের সাথে পুরোপুরি প্রতারণা
ইতিহাস তাদেরকে মার্জনা
কোনভাবেই করেনা।