উদ্দেশ্য পূরণ ও লক্ষ্য অর্জনে
                       স্বপ্ন দেখতে হয়
স্বপ্ন দেখার জন্য
              কেবলমাত্র সুখনিদ্রা নয়
অবশ্য স্বপ্ন বাস্তবের সাথে
                 সামঞ্জস্যপূর্ণ হতে হয়
    কল্পনাপ্রসূত বা আবেগপ্রবণ নয়
স্বপ্ন বাস্তবায়নে পরামর্শ গ্রহণে
                          ঔদাসীন্য নয়
  যদিও সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়
তবেই সাফল্যের সম্ভাবনা
                           সুনিশ্চিত হয়।