প্রবল বর্ষণে মহাপ্লাবনে স্রোতের টানে
ভেসে যাক পুঞ্জীভূত বেদনা
বৃষ্টির পানি ধুয়ে মুছে দিক গ্লানি
প্রবাহিত হোক স্রোতস্বিনী ঝরনা
ঝড়ো হাওয়া ঝরিয়ে দিক
অতীতের যতো কূহক চেতনা
কুয়াশার চাদরে পরম আদরে
ঢেকে দিক অনুদার ভ্রান্ত বাসনা
রংধনুর রঙে রাঙিয়ে উঠুক অন্তর
সূচিত হোক নব উদ্দীপনা
ঝলমলে সূর্যালোক উদ্ভাসিত করুক
ঐকান্তিক কামনা।