দাম্পত্য জীবন তথা সংসার
নব নব বৈচিত্র্য রঙের বাহার
স্বপ্নীল ছন্দ-মাধুর্যের শৈল্পিক সমাহার।
সুসন্তান হচ্ছে ---
পিতামাতার অহংকার
মূল্যবান অলংকার
স্রষ্টার দেয়া শ্রেষ্ঠ উপহার।
ব্যত্যয়ে --
অমানিশার ঘোর অন্ধকার
ধুসর মরু কিংবা অথৈ পাথার
অনলের দহন সম অন্তরের হাহাকার।
সম্পর্ক অটুট আর সুদৃঢ় বন্ধন
যদি থাকে নিরন্তর
নিরবধি অফুরান সম্প্রীতি
আর স্নেহ-মমতার মায়াডোর।