গরীব --
নুন আনতে পান্তা ফুরায়
বেকার --
বৌ আনতে যৌবন যায়
ফাইলপত্র --
ম্যারাথন দৌড় টেবিলে টেবিলে
প্রকল্প --
নির্ধারিত সময়ে বাস্তবায়ন কোন্ কালে
আস্থাহীনতার শীর্ষে --
ঝড় জঙ্গল আঁধার রাত
পাগলা হাতি কায়েত জাত
কটা শূদ্র, কালো ব্রাহ্মণ আর বেঁটে মুসলমান
ঘরজামাই আর পোষ্যপুত্র সবকজনাই সমান।
ভিত্তিপ্রস্তর--
কতো নদী মরুপথে
হারিয়ে যায় যেতে যেতে
শিলান্যাস পারে তেমনি হতে
ফিতে কাটা থাকে ভাগ্যের হাতে।