দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিশ্বজোড়া
চল্ছে ছুটে 'রেস' এর ঘোড়া
নিয়ন্ত্রণে অপ্রাপ্তি ইতিবাচক সাড়া
বিপর্যস্ত জীবনমান
লাগামহীন ছন্নছাড়া।
বিমাতাসুলভ প্রকৃতির স্বভাব
ঋতুচক্রে স্বরূপের অভাব
তদুপরি ভেজালের দৌরাত্ম্যে
রোগ-ব্যাধির প্রাদুর্ভাব
জনজীবনে প্রকট প্রভাব।